সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে র্যাব-১২ শাহজাদপুর বিসিক বাসট্যান্ড হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সেলিম রেজা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া গ্রামের ওয়াজ আলীর ছেলে।
সিরাজগঞ্জ র্যাব-১২ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার, দীপংকর ঘোষ আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিঞ্জপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১২ সালে ওসমান গনি শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুনমামলার বিচার কার্য শেষে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত গত ২৭ আগস্ট অভিযুক্ত সেলিম রেজাকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। রায় হওয়ার পর থেকেই উক্ত মামলার আসামি মো. সেলিম রেজা আত্মগোপনে থাকেন। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন