জয়পুরহাটের আক্কেলপুুরে শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ১

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: আক্কেলপুর উপজেলার একটি সরকারি বিদ্যালয়ের টয়লেটে সাত বছরের শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে আতিকুর রহমান ওরফে রুবেল (৩৫)নামের এক ব্যক্তিকে আটক করে জনতা পুলিশে দিয়েছে। এঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ওই কন্যা শিশুটি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়ে। সে প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার সকাল সাতটায় বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়। সকাল নয়টায় প্রাইভেট পড়া শেষ করে বিদ্যালয়ের টয়লেটে যায়। সে টয়লেট থেকে বের হওয়ার পর আতিকুর আবারও তাকে টয়লেটের ভেতরে নিয়ে যৌন নির্যাতন করে।
এসময় শিশুটি চিৎকার দিলে আতিকুর দৌড়ে পালিয়ে যায়। শিশুটি বাড়ি এসে ঘটনাটি তার মাকে জানায়। এরপর শিশুটির মা বিদ্যালয়ে গিয়ে ঘটনাটি প্রধান শিক্ষককে জানান। প্রধান শিক্ষক শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। এরপর গ্রামের লোকজন রাতেই অভিযুক্ত আতিকুর রহমান আটক করে ৯৯৯ কল করে থানা-পুলিশকে ঘটনাটি জানায়।
আরও পড়ুনরাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আতিকুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। এঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় আতিকুর রহমানকে গ্রেফতার দেখিয়ে গতকাল শুক্রবার দুপুরে আদালতে পাঠিয়েছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এঘটনায় শিশুটির বাবা মামলা দায়ের করেছেন।
মন্তব্য করুন