সিরাজগঞ্জের রায়গঞ্জে শোকের ছায়া
বিদেশে মৃত্যুর তিন মাস পর যুবকের লাশ পেলেন স্বজনরা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: লিবিয়ায় কাজ করতে গিয়ে মৃত্যুর ৩ মাস পর নামজুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ পেয়েছেন তার স্বজনরা। নিহত যুবক ব্যবসায়ী লোকমান হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। এমন খবর ছড়িয়ে পড়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে একটি লাশবাহী গাড়ি তার মরদেহ নিজ বাড়ি জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া দক্ষিণ পাড়া গ্রামে পৌঁছে দেয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা। মরদেহটি পাওয়ার পর বেলা ১১ টায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের স্বজন নাজমুল ইসলামের বোন মোছা. সুমা খাতুন জানান, লিবিয়ায় কাজ করতে গিয়ে ঘরের ভিতর গ্যাস সিলিন্ডার দগ্ধ হয়ে তিনি গত ২০ জুন মারা যান। বৈধ কগজপত্র না থাকায় তার মরদেহটি আসতে দেরি হয়। পরে পরিবারের লোকজন মরদেহটি দেশে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আবেদন করেন।
আরও পড়ুনপরে মন্ত্রণালয়ের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার রাত ২ টায় দেশে নিহত প্রবাসীর মরদেহ আসে। মৃত্যুর খবর পাওয়ার পর থেকে পরিবারের স্বজনের মাঝে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে ভাইকে দাফন করেতে পেরেছে তাই আর কিছু চাওয়ার নেই।
মন্তব্য করুন