বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিংজানী ডিএসএস সিনিয়র আলিম ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ ও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, এনটিআরসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের নিকট থেকে মাদ্রাসার উন্নয়নের নামে টাকা গ্রহণ, নিয়োগ বাণিজ্য ও ভুয়া ভাউচার তৈরি করে অর্থ আত্মসাৎ করে আসছেন আব্দুল মান্নান।
২০১০ সালে তিনি অধ্যক্ষ হিসেবে যোগদানের পর থেকেই এ ধরনের অনিয়ম চালিয়ে আসছেন বলে অভিযোগ স্থানীয়দের। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল বৃহস্পতিবার মাদ্রাসা হলরুমে এক সভা করা হয়। সভায় এডহক কমিটির সভাপতি হাসিনা আকতারের সভাপতিত্বে কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। সভায় গত এক বছরের আর্থিক হিসাবের ওপর তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সেখানে ১৫৭টি ভুয়া ভাউচারের প্রমাণ পাওয়া যায়। পরে জনপ্রতিনিধি, গণমান্য ব্যক্তি ও উপস্থিত জনসাধারণের মতামতের ভিত্তিতে এডহক কমিটি অধ্যক্ষকে শোকজ করার সিদ্ধান্ত নেয়। তখন এলাকাবাসীর তোপের মুখে এক পর্যায়ে কৌশলে সভাস্থল ত্যাগ করে পালিয়ে যান অধ্যক্ষ মান্নান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয়রা জানান, তিনি আগেও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছিলেন। তখন ক্ষমা চাইলে তাকে দায়িত্বে বহাল রাখা হয়। তবে এবারের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আর প্রতিষ্ঠানে দেখতে চান না তারা। এলাকাবাসী অধ্যক্ষ মান্নানের স্থায়ী বাহিস্কারের দাবি করেছেন।
আরও পড়ুনআজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মান্নানের সাথে মুঠোফোনে যোগাযোগে করা হলে তিনি বলেন, মাদ্রাসার উন্নয়নের জন্য এনটিআরসি কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিকট থেকে কিছু টাকা নেয়া হয়েছিল। ওই টাকা মাদ্রাসার উন্নয়নে খরচ করা হয়েছে। অন্যান্য অভিযোগ সঠিক নয়। প্রতিষ্ঠান চালাতে কিছু ভুলত্রুটি হতে পারে।
তবে সভাস্থল ত্যাগ করে পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, আমি পালিয়ে যাইনি, বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মাদের সঙ্গে সভাস্থল থেকে বের হয়ে আসি। এ বিষয়ে এডহক কমিটির সভাপতি হাসিনা আকতার বলেন, অধ্যক্ষকে শোকজ করা হয়েছে, পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন