ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকান্ডের রহস্য উন্মোচিত

বগুড়ার শেরপুরে অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকান্ডের রহস্য উন্মোচিত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক আবু বক্কর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়েছে। এ হত্যার ঘটনায়  সুমন সরকার (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সে বাগড়া কলোনি এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি বটতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

শেরপুর থানা পুলিশ সূত্র জানায়, সুমন ও তার দুই সহযোগী মিলে মাদক কেনার টাকার জন্য ছিনতাইয়ের পরিকল্পনা করে। নিহত আবু বক্কর তাদের বন্ধু হওয়ায় তার ব্যাটারি চালিত অটোরিকশা মাঝে মাঝে রিজার্ভ নিত। এরই সুবাধে তারা আগে থেকেই জানতো সম্প্রতি আবু বক্কর রিকশার নতুন ব্যাটারি কিনেছে। পরিকল্পনা অনুযায়ী গত ১লা সেপ্টেম্বর সকালে তারা ধুনটমোড় থেকে অটোরিকশা ভাড়া করে শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে।

পরবর্তিতে মির্জাপুর থেকে চার বোতল বাংলা মদ কিনে এক বোতলে ঘুমের ওষুধ মেশায়। বিকেলে বথুয়াবাড়ি ব্রিজের পাশের বালুচরে বসে সবাই একসাথে বাংলা মদ পান করে। ঘুমের ওষুধ মেশানো মদ আবু বক্করকে পান করায় তারা। এতে আবু বক্কর অচেতন হয়ে পড়লে ওই দিন রাত ১০টার দিকে সুমনসহ তিনজন মিলে বাগড়া এলাকায় পুকুর পাড়ে এনে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটো রিকশাটি নিয়ে পালিয়ে যায়।

ভোরে অটোরিকশা চালিয়ে চান্দাইকোনার দিকে যাওয়ার সময় ঘোগা বটতলা পৌঁছলে অটোরিকশা চার্জ শেষ হয়ে যায়। এরপর অটো রিক্সাটি ফেলে রেখে ব্যাটারি ও চাকা খুলে নেয়। পরে চাকা বিক্রি করলেও নতুন ব্যাটারি ধুনটে বিক্রি করতে গেলে দোকানদার কাগজপত্র চাইলে কাগজপত্র নিয়ে আসার কথা বলে ব্যাটারি ফেলে পালিয়ে যায়।

আরও পড়ুন

গত ৯ সেপ্টেম্বর বাগড়া পুকুর থেকে লাশ উদ্ধারের পর শেরপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। এরপর শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন, মামলার তদন্ত কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেন ও এসআই বিকাশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে ও সুমনকে গ্রেফতার করা হয়।

এই মামলায় অন্য দুইজনকে ধরতে ঢাকা ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করলেও তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, হত্যা মামলার আসামি সুমনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বনসাইয়ের সৌন্দর্যে মুগ্ধ রাজশাহীর প্রকৃতিপ্রেমীরা

শরীরের ৯ লক্ষণে বুঝবেন অতিরিক্ত চিনি খাচ্ছেন কিনা

বিদেশে মৃত্যুর তিন মাস পর যুবকের লাশ পেলেন স্বজনরা

বগুড়ার শেরপুরে চাঁদা না দেওয়ায় ইমামকে তুলে নিয়ে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রামে মাদ্রাসার অধ্যক্ষ’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে

জয়পুরহাটের পাঁচবিবিতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে কৃষকের বাড়ি ভস্মীভূত