ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মুশফিকুর রহমান সিয়াম (১৭) নামে এক মোটরসাইকেল চালক নিহত এবং অপর মোটরসাইকেল আরোহী সিহাব (১৮) ও অটোভ্যান চালক গুরুতর আহত হয়েছেন। আহত সিহাবকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মুশফিকুর সদরের শাখারিয়া ইউনিয়নের উলিপুর মধ্যপাড়ার আব্দুল মান্নান মোল্লার ছেলে।

বগুড়া সদর থানার এসআই শহিদুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মুশফিকুর রহমান সিয়াম তার বন্ধু সিহাবকে সাথে নিয়ে একটি মোটরসাইকেলযোগে সদরের মনিকচক এলাকা থেকে মাটিডালির দিকে যাচ্ছিল। এসময় ২য় বাইপাস সড়কে কালিবালা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সাথে মোটরসাইকেলটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মুশফিকুর, তার বন্ধু সিহাব ও ভ্যানচালক গুরুতর আহত হন। এরপর লোকজন তাদের উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক মুশফিকুরকে মৃত ঘোষণা করেন। আহত অপর দু’জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। আহত ভ্যানচালকের নাম জানা যায়নি।
উলিপুর এলাকার বাসিন্দা মো. সোহেল বলেন, মুশফিকুরের বাবা আব্দুল মান্নান মোল্লা সৌদিপ্রবাসী। সম্প্রতি দেশে ছুটিতে আসেন তিনি। মুশফিকুর নতুন মোটরসাইকেল দাবি করলে প্রথমে রাজি হননি বাবা। এতে অভিমান করে মুশফিকুর প্রায় তিন সপ্তাহ বাড়ি থেকে বাইরে ছিল। পরে কিছুদিন আগে তার বাবা তাকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেন। আর এই মোটরসাইকেলই কাল হয় তার জন্য। সড়ক দুর্ঘটনায় জীবন প্রদীপ নিভে যায় তার।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসু বর্জনের পর ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া কাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত