ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

রংপুর বিভাগের পাঁচ জেলায় চা শিল্পে সার বরাদ্দ নেই

রংপুর বিভাগের পাঁচ জেলায় চা শিল্পে সার বরাদ্দ নেই, ছবি : দৈনিক করতোয়া

এম.এ বাসেত, তেঁতুলিয়া (পঞ্চগড়) : পঞ্চগড়সহ রংপুর বিভাগের ৫ জেলার সমতলে চা শিল্পের জন্য কৃষি বিভাগে কোন সার বরাদ্দ নেই। তীব্র সার সংকটে চা চাষিরা সঠিক সময়ে বাগান পরিচর্যা করতে পাচ্ছে না। যে কারণে বাগানে দেখা দিচ্ছে নানা রকম পোকা-মাকড়সহ আগা-ডগা পচন রোগ।  তেঁতুলিয়া সদরের সাহেবজোত গ্রামে চা চাষি হাফিজুর রহমান খোকন ও মাগুড়া গ্রামের চা চাষি আব্দুল লতিফ ও পঞ্চগড় সদরের দুলাল জানান, আবহাওয়া ও জলবায়ুর বিরূপ প্রভাবে বাগানে মশক, লাল মাকড়, কারেন্ট পোকা ও লোফারসহ নানা জাতের পোকা আর মাত্রাতিরিক্ত পাতার আগা ডগায় পচন রোগ বালাইয়ের আক্রমণ বেড়েছে। এখন বাগান টিকিয়ে রাখতে  উৎপাদন খরচ দ্বিগুণ বেড়েছে। কিন্তু সারের অভাবে বাগানে সঠিক সময় পরিচর্চা করা সম্ভব হয় না।

বাংলাদেশ চা বোর্ড আঞ্চলিক কার্যালয়, পঞ্চগড় অফিস সূত্রে জানা যায়, রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও লালমনির হাট জেলায় ১২ লাখ ১০ হাজার ৬৬০ একর সমতল জমিতে ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে চা-আবাদ হয়েছে। রংপুরের ৮টি জেলায় ৯টি নিবন্ধিত চা বাগান, ২১টি অনিবন্ধিত চা বাগান এবং ৮ হাজার ৬৭টি ক্ষুদ্রায়তন চা বাগান (নিবন্ধিত ১৭৪৫) মোট ১১ হাজার ৪৩৩ দশমিক ৯৪ একর সমতল জমিতে চা চাষ হয়েছে। পঞ্চগড় চা বোর্ডের অধীন ৫টি জেলায় অনুমোদিতটি কারখানা রয়েছে ৫৮টি তন্মধ্যে উৎপাদনে আছে ২৮টি। গত বছর সমতলে চায়ের উৎপাদন হয়েছিল ১ কোটি ৪৪ লাখ কেজি। এবার তা ২ কোটি কেজি ছাড়িয়ে যাওয়ার আশা চা বোর্ডের। 
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন জানান, কৃষি বিভাগ শুধু কৃষি উৎপাদনের জন্য জেলায় প্রয়োজনীয় সার বরাদ্দ চেয়ে থাকে। আর যতটুকু সার বরাদ্দ মিলে তা কৃষির জন্য লাগে। অপরদিকে চা চাষের জন্য প্রতি রাউন্ডে বিপুল পরিমাণ সারের প্রয়োজন হয়। কিন্তু সার বরাদ্দ থাকায় চা চাষিদের সার পাচ্ছে না। যেহেতু চা একটি শিল্প এবং অর্থকরী ফসল এটার সার বরাদ্দ দিয়ে বাণিজ্য মন্ত্রণালয় বা শিল্প মন্ত্রণালয়। এক্ষেত্রে উত্তরাঞ্চলের চা চাষিদের জন্য বাংলাদেশ চা বোর্ড সার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে চা চাষিদের সমস্যা লাঘব হবে।   
বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান বলেন, চা আবাদের জন্য কৃষি বিভাগ সার বরাদ্দ দিবে না উপ-পরিচালক সঠিক কথা বলেছে। আমাদের সিলেট অঞ্চলে চা বাগানে চাষিদের জন্য বাংলাদেশ চা বোর্ড সেখানকার কারখানার মালিকদের বাণিজ্য মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে সার বরাদ্দ দেন এবং কারখানা থেকে চা চাষিরা ন্যায্য দামে নিতে পারে। কিন্তু  উত্তরাঞ্চলের সমতলে ক্ষুদ্র ও মাঝারি চা চাষিদের সেই প্রক্রিয়ায় সার প্রদান করা একটু কষ্টসাধ্য।
জেলা প্রশাসক মো. সাবেত আলী জানান, চা চাষিদের সার সংকটের বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে জানানো হয়েছে। চা নিয়ে পঞ্চগড়ে চাষি ও কারখানার মালিকদের সাথে নৈরাজ্য ছিল সেটা নিরসন করা হয়েছে। বর্তমানে চাষিরা মানসম্মত পাতা সরবরাহ করায় পঞ্চগড়ের চায়ের গুণগতমান উন্নত হওয়ায় অকশন মার্কেটে চায়ের দর বেড়েছে। এ বিষয়ে জোর নজরদারি করা হচ্ছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত