ভিডিও শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের ১২ বছর পূর্তি ও নয়া কমিটির দায়িত্ব হস্তান্তর

লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের ১২ বছর পূর্তি ও নয়া কমিটির দায়িত্ব হস্তান্তর, ছবি : দৈনিক করতোয়া

লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের ১২ বছর পূর্তি ও চার্জ হ্যান্ডওভার টেকেনওভার এবং নয়া কমিটি গঠন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল বুধবার রাতে শহরের জলেশ্বরীতলাস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত ওই অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়ালের লায়ন গোলাম রাব্বি সভাপতি, লায়ন সৈয়দ সোহেল আহম্মেদ সেক্রেটারি এবং ট্রেজার লায়ন হাসান হাবিবুর রহমান নির্বাচিত হন। অনুষ্ঠানে কোরান পাঠ করেন লায়ন আব্দুর রহিম, এরপর জাতীয় সঙ্গিত ও ডান হাতবুকে দিয়ে শপথ বাক্য পাঠ করে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিজি লায়ন মোজাম্মেল হক এমজেএফ।

সংগঠনের নতুন সভাপতি লায়ন গোলাম রাব্বির সভাপতিত্ব করেন। এর আগে গত বছরের  সভাপতি সদ্য লায়ন মাসুদ তালুকদার গ্যাং বেল হস্তান্তর করে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন লায়ন্স ক্লাব আইডিয়ালের প্রতিষ্ঠাতা লায়ন মাহমুদ হোসেন পিন্টু। বক্তব্য রাখেন লায়ন মির্জা আহছানুল হক দুলাল, লায়ন একরাম হোসেন, লায়ন ফারুক আহমেদ, লায়ন এড. সাফি আহমেদ মিঠু, লায়ন মাসুদ তালুকদার, লায়ন হাসনাত জাহান, লায়ন আলাউদ্দিন, লায়ন সৈয়দ সোহেল আহম্মেদ, লায়ন মোরসেদ তুষার, লায়ন হাসান হাবিবুর রহমান। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন লায়ন সাদিকা নাসিম শোভা ও ফয়সাল রহমান। অনুষ্ঠানে শেষে লায়ন্স ইন্টান্যাশনালের পিন ও টাই উপহার প্রদান করেন পিডিজ লায়ন মোজাম্মেল হক এমজেএফ লায়ন্স ক্লাব অব বগুড়া আইডিয়াল এর ২০২৫-২৬ সালের প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারারকে ক্লাবের সকল সদস্যদেরকে। খবর বিজ্ঞপ্তির।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুর ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেলেন আখতার হোসেন

৪৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত, দু’জন আহত

প্রথমবার পডকাস্টে সাদিয়া ইসলাম মৌ

পুলিশের স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের সিদ্ধান্ত