বগুড়ার আদমদীঘিতে ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

আদমীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির অদূরে ট্রাক-ট্রাক্টরের মুখোমুখী সংর্ঘষে আকবর আলী (২২) নামে ট্রাক্টরের হেলপার নিহত ও চালকসহ অপর দুইজন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শারিব সার কারখানার কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকবর আলী নওগাঁর রানীনগর উপজেলার আবাদপুকুরের তাছের উদ্দিনের ছেলে। অপর আহতরা হলেস-ট্রাক্টর চালক রানীনগর উপজেলার আবাদপুকুরের মো. মুসার ছেলে ফরহাদ আলী (২২) ও আক্কেলপুর উপজেলার ভাওয়ালগাড়ী গ্রামের আবু সাইদের ছেলে হেলপার রাশেদুল ইসলাম (৩০)।
জানা যায়, বগুড়া-নওগাঁ মহাসড়কে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৪টার দিকে (ঢাকা মেট্রো-ট-১৪-৫৯৭২) বালুবোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাওয়ার সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক ও ট্রাক্টর সড়কের পাশে উল্টে ট্রাক্টরের চালক হেলপারসহ তিনজন গুরুতর আহত হন।
আরও পড়ুনউপজেলা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক্টরের হেলপার আকবর আলী মারা যান। থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কবলিত দুটি যানবাহন আটক করা হয়েছে।
মন্তব্য করুন