ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে। ছবি : Ai তৈরিকৃত প্রতীকী ছবি

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর ভোটগণনা প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে বড় আকারের এলইডি স্ক্রিন স্থাপন করা হবে। ওই স্ক্রিনের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিকসহ উপস্থিত সবার জন্য ভোটগণনার কার্যক্রম সরাসরি প্রদর্শন করা হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা বিতর্কের সুযোগ থাকবে না বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে ইতোমধ্যেই ক্যাম্পাসে উত্তেজনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ মুহূর্তের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানা গেছে।

উল্লেখ্য, দীর্ঘ প্রস্তুতির পর ৯ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ডাকসু ও হল সংসদ নির্বাচন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এ নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে