বগুড়ার সোনাতলায় পান দোকনীর কান কেটে দিলো মাদকাসক্ত যুবক

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় আজ রোববার (৭ সেপ্টেম্বর) রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সারোয়ার হোসেন অতুল নামের এক পান ব্যবসায়ীর কান কেটে দিয়েছে মাদকাসক্ত যুবক হারুন (৩০)। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, ওই দিন সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোনাতলা রেল স্টেশনসংলগ্ন একটি ছ’মিলের পাশে হারুন পান ব্যবসায়ীর ওপর হামলা চালায়। এসময় সে বাটাম দিয়ে পান ব্যবসায়ী অতুলকে এলোপাথারী মারপিট করে। এতে সে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে ওই যুবক ধারালো চাকু দিয়ে পান ব্যবসায়ীর ডান কানে আঘাত করে।
আরও পড়ুনপরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
মন্তব্য করুন