বগুড়ার কাহালুতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে আন্তঃনগর ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মামুন মল্লিক (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ রোববার (৭ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের বাখরা-বেলঘরিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত মামুন মল্লিক উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গ্রামের মৃত মানিক মল্লিকের ছেলে।
জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনটি বেলঘরিয়া বাজার অতিক্রম করার সময় মামুন ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বগুড়া রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ মামুনের মরদেহ তার পরিবারে কাছে হস্তান্তর করেছে।
আরও পড়ুনমন্তব্য করুন