ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় থানা হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার

বগুড়ায় থানা হেফাজত থেকে পালানো আসামি গ্রেফতার, ছবি: দৈনিক করতোয়া ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে চুরির মামলায় গ্রেফতারের পর থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ২০ ঘণ্টা পর রাব্বি মিয়া (২৭) নামের ওই আসামিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর কলোনি গ্রামের ফজর আলীর ছেলে। আজ রোববার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারাটিয়া গ্রামে তার খালু শ্বশুরের বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। 

পুলিশ সূত্র জানায়, গত ২৯ জুলাই উপজেলার ভবানীপুর ইউনিয়নের একটি বাড়িতে চুরির ঘটনায় মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে সেই মামলায় রাব্বিকে গত শনিবার ভোরে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শেরপুর থানায় এনে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের একটি কক্ষে রাখার পর সকাল ৭টার দিকে বাথরুমে যাবার কথা বললে, কর্তব্যরত কনস্টেবল রাশেদুল তাকে বের করে আনলে কিছু বুঝে উঠার আগেই পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়। আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই এরশাদ হোসাইন ও কনস্টেবল রাশেদুল ইসলামকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এই ঘটনায় পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয় এবং পালিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান শুরু হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন বলেন, পুলিশ হেফাজত থেকে আসামি পালিয়ে যাওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে কর্তব্য অবহেলার জন্য দুজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। এছাড়াও রাব্বিকে ধরতে পুলিশ বিশেষ অভিযান শুরু করলে আজ রোববার সকালে সলঙ্গা থানার তারাটিয়া গ্রামে তার খালু শ্বশুরের বাড়ি থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। থানায় কর্তব্যরত পুলিশকে আঘাত করে পালানোর ঘটনায় রাব্বির বিরুদ্ধে নতুন করে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে সাকিব

দেশে থাকলে আমাকে ভিক্ষা করে খেতে হতো

‘হয়তো ভুল অনেক করেছি, ক্ষমা চাইলেন সোহেল রানা

ঢাবি রিসার্চ সোসাইটির জরিপ অনুযায়ী শিবির প্যানেল এগিয়ে

ভোলায় মসজিদের খতিবকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে ৩ কর্মসূচি ঘোষণা

খালি পেটে চা খাওয়া কি ক্ষতিকর?