ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে ইতিহাসের সাক্ষী ৫শ’ বছরের প্রাচীন আলিয়া মসজিদ

বগুড়ার নন্দীগ্রামে ইতিহাসের সাক্ষী ৫শ’ বছরের প্রাচীন আলিয়া মসজিদ, ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে সবুজ-শ্যামল গ্রামীণ প্রাকৃতিক পরিবেশে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশ’ বছরের পুরনো এক প্রাচীন মসজিদ। স্থানীয়ভাবে এটি আলিয়া মসজিদ নামে পরিচিত এই স্থাপনাটি ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হিসেবে এখনও টিকে আছে। উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত মসজিদটি আবিষ্কৃত হয় প্রায় ২৫ বছর আগে।

স্থানীয়রা জানান, হাজারকি গ্রামের পূর্বপাশে পরিত্যক্ত আলিয়া পুকুরপাড়ে জঙ্গল পরিস্কারের সময় এ মসজিদটির অস্তিত্ব প্রকাশ পায়। এরপর থেকেই এটি এলাকাবাসীর আগ্রহ ও দর্শনার্থীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন রহস্যময় এই প্রাচীন মসজিদটি দেখতে। মাত্র ১৩ ফুট দৈর্ঘ্য ও ১৩ ফুট প্রস্থ বিশিষ্ট মসজিদটির উচ্চতা প্রায় ২২ ফুট।

ভেতরে সর্বোচ্চ সাতজন মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। পূর্বদিকে রয়েছে তিন ফুট উচ্চতার একটি প্রবেশদ্বার। ভেতরে ছোট্ট একটি মেহরাব এবং কোণায় নকশা করা কারুকাজ এখনো চোখে পড়ার মতো। বাহিরের দেয়ালে পোড়া ইটের ক্ষয় দেখা গেলেও ভেতরের গম্বুজ ও ইটের গঠন এখনো মজবুত ও দৃষ্টিনন্দন। কোনো নামফলক বা শিলালিপি না থাকায় এর নির্মাণকাল ও নির্মাতার পরিচয় নির্দিষ্টভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, এটি মুঘল আমলের একটি নিদর্শন হতে পারে। বর্তমানে মসজিদটির গায়ে শ্যাওলা ও আগাছা জমে রয়েছে।

আরও পড়ুন

অযত্ন-অবহেলায় পড়ে থাকলেও স্থানীয় উদ্যোগে দুইবার সংস্কার করা হয়েছে। তবে সরকারি উদ্যোগে এর সংরক্ষণ এখনো হয়নি। স্থানীয়ভাবে এটি জিনের মসজিদ নামেও পরিচিত। মসজিদের ইমাম জানান, আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, জঙ্গল পরিস্কারের সময় এ মসজিদটির সন্ধান পাওয়া যায়। এখন এখানে নিয়মিত নামাজ হয়।

তবে সরকারি সহযোগিতা ছাড়া স্থায়ীভাবে সংরক্ষণ সম্ভব নয়। মসজিদ সংলগ্ন বাড়ির বাসিন্দা জেল হক বলেন, আমার দাদার সময় থেকেই এ মসজিদকে এমন অবস্থায় দেখে আসছি। প্রতিদিন অনেকেই আসে মসজিদটি দেখতে। বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, আলিয়া মসজিদটির বয়স আনুমানিক ৫শ’ বছর। এটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের অমূল্য সম্পদ। প্রাচীন নিদর্শন ও পর্যটন সম্ভাবনার অংশ হিসেবে এটি সংরক্ষণ করা জরুরি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষককের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বিদেশে নির্বাচনী প্রচার চালানো যাবে না