দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পল্লীতে শ্যালিকার সাথে পরকীয়ার ঘটনায় বড় ভায়রা মাফিজুল ইসলামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তিনি পলিপাড়া গ্রামের বাসিন্দা মৃত আনছার আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ কোটালপাড়া গ্রামে। এ ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- নিহত মাফিজুলের ছোট ভায়রা বরিজ উদ্দিন বকুল (৪৫) ও তার স্ত্রী ফেন্সিয়ারা বেগম (৪০), খাগড়াবন্দ কোটালপাড়া গ্রামের মো. জেনায়েতুল্লার ছেলে রাসেল ইসলাম (২৫) এবং মধ্যপাড়া পলিপাড়া গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে তাহাজুল ইসলাম (৩৮)।
জানা যায়, খাগড়াবন্দ কোটালপাড়া গ্রামের বাসিন্দা বরিজ উদ্দিন বকুলের স্ত্রী দুই সন্তানের জননী ফেন্সিয়ারা বেগমের সাথে তার বড় দুলাভাই মাফিজুল ইসলামের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিল। গত বুধবার দিবাগত রাতে মাফিজুল ছোট ভায়রা বকুলের অনুপস্থিতিতে তার বাড়িতে আসে এবং শ্যালিকার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। রাতে বকুল বাড়িতে এসে তার ঘরে তার স্ত্রীর সাথে বড় ভায়রাকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে এবং মাফিজুলের হাত-পা বেধে তাকে বেদম মারপিট করে। খবর পেয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মাফিজুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠায়। মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক মাফিজুলকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনপার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, আজ বৃহস্পতিবার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আজ বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।
মন্তব্য করুন