৩য় শ্রেণির ছাত্রীর গায়ে হাত
বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খাঁন (৫০) ৩য় শ্রেণির এক ছাত্রীর গায়ে হাত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত গ্রামবাসী ওই শিক্ষকে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, গত বুধবার বিকেলে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বড়পুকুরিয়া গ্রামের ওই বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন। ঘটনাটি ওই ছাত্রী তার অভিভাবককে জানানোর পর বিষয়টি গোটা গ্রাম ছড়িয়ে পড়ে। এরপর আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গ্রামবাসী একজোট হয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম খাঁনের ওপর চড়াও হয় এবং তাকে গণপিটুনি দিয়ে অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এই সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
বিভিন্ন সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম ২০১৭ সালে কাহালু সদর ইউনিয়নের তেলিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুরূপ ঘটনা ঘটান। এই অপরাধে তাকে উপজেলার কল্যাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। এরপর সেখানেও একই ঘটনার দায়ে গ্রামবাসীর চাপের মুখে বিদ্যালয় ছেড়ে ২০১৯ সালের নভেম্বর মাসে উপজেলার মালঞ্চা ইউনিয়নের বড়পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে যোগদান করেন। কিন্তু এখানে এসেও তিনি একই ঘটনার জন্ম দেন। গ্রামবাসী এমন লম্পট শিক্ষককে তার চাকরি থেকে স্থায়ী বহিস্কারের দাবি জানান।
আরও পড়ুনএ বিষয়ে কাহালু উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করার জন্য সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জহুরুল আলমকে ওই বিদ্যালয়ে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ওই প্রধান শিক্ষকের সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন