ভিডিও রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার আদমদীঘিতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে ৪ মাদকসেবীর জেল-জরিমানা। প্রতীকী ছবি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে চোলাই মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা সেবনের দায়ে চার মাদকসেবিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ এই দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের জাফেরুল ইসলামের ছেলে ফায়সাল আহমেদ (৩১), সান্তাহার পৌরসভার লকু পূর্ব কলোনীর খলিল শেখের ছেলে সুজন শেখ (২৮), জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানজপাড়া গ্রামের আকাল চন্দ্র দেবনাথের ছেলে সুরজিত চন্দ্র (৩৩) ও একই গ্রামের উফছার আলী মন্ডলের ছেলে ভুট্টু আলম (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের একটি টিম গতকাল রোববার বিকেলে আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালান। অভিযানে ওই চার ব্যক্তিকে মদ, ট্যাপেন্টাডল ও গাঁজা সেবনের অভিযোগে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদক সেবনের দায়ে ফয়সাল আহমেদ, সুজন শেখ ও সুরজিতকে ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ভুট্টু আলমকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানার নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী

বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এনসিপি’র আন্তর্জাতিক সেল গঠন 

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে আহত ৪

মেসির আরেকটি রেকর্ড ছাড়িয়ে গেলেন রোনালদো

নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৬৩