ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

গাজায় বিস্ফোরকভর্তি রোবট বিস্ফোরণ ঘটিয়ে ৭৩ ফিলিস্তিনিকে হত্যা

গাজায় বিস্ফোরকভর্তি রোবট বিস্ফোরণ ঘটিয়ে ৭৩ ফিলিস্তিনিকে হত্যা, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের বোমা হামলায় একদিনে আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজা সিটিতেই নিহত হয়েছেন ৪৩ জন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

এই পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে হামাস আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। হামাস বলেছে, গাজায় ইসরায়েলের চলমান হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বুধবার ইসরায়েলি বাহিনী গাজা সিটি এবং তার আশপাশের এলাকায় ব্যাপক বোমাবর্ষণ চালালে ৭৩ ফিলিস্তিনি নিহত হন। এর মধ্যে গাজা সিটিতেই ৪৩ জন প্রাণ হারান। এছাড়া, আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে থাকা পুরো পরিবারকে একসঙ্গে হত্যার অভিযোগ উঠেছে। 

গাজার বাসিন্দা সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে বলেন, ‘আমার ভাইকে তার ঘরেই মেরে ফেলেছে। তার স্ত্রী-সন্তানসহ সবাইকে হত্যা করা হয়েছে। কেউ বেঁচে নেই।’ 

গাজার মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, গত তিন সপ্তাহে গাজা সিটিতে বিস্ফোরকভর্তি শতাধিক রোবট বিস্ফোরণ ঘটিয়ে পুরো আবাসিক এলাকা ধ্বংস করা হয়েছে। গাজা সিটিতে গত ১৩ আগস্ট থেকে শুরু হওয়া অভিযানে প্রায় ১,১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। উত্তর গাজা সিটিতে আল-জারিসি পরিবারের বাড়িতে ইসরায়েলি হামলায় ১০ জন নিহত হওয়ার ঘটনায় হামাস এটিকে ‘ভয়াবহ যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেছে, ‘ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করার জন্য এটি একটি নিয়মিত অভিযান।’

আরও পড়ুন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরোধের কারণে খাদ্য এবং সহায়তা প্রবেশে কড়াকড়ি থাকায় গত ২৪ ঘণ্টায় এক শিশুসহ আরও ছয়জন অপুষ্টি এবং অনাহারে মারা গেছে। গাজায় অবরোধ চলাকালে এখন পর্যন্ত ৩৬৭ জন ফিলিস্তিনি ক্ষুধা জনিত কারণে মারা গেছেন, এর মধ্যে ১৩১ জন শিশু। জাতিসংঘ বলছে, ইসরায়েলের গাজা সিটি দখল অভিযান প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করতে পারে। ১৪ থেকে ৩১ আগস্টের মধ্যে নতুন করে ৮২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, এর মধ্যে ৩০ হাজার মানুষকে উত্তর থেকে দক্ষিণে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়ার ঘটনায় ভায়রাকে পিটিয়ে হত্যা

বগুড়ার কাহালুতে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে অবরুদ্ধ করল গ্রামবাসী

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে শিক্ষককের আত্মহত্যা

গাইবান্ধার সাঘাটা বাজারে প্রবেশ পথের বেহাল অবস্থা 

অনার্স ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুর ফুলবাড়ীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন

বিদেশে নির্বাচনী প্রচার চালানো যাবে না