ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করলো ছাত্রশিবির

ঢাবি প্রতিনিধি: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী মুহাম্মদ মহিউদ্দিন খান।
“স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না” শ্লোগানকে সামনে রেখে ঘোষিত এই ইশতেহার সাজানো হয়েছে ৬টি হ্যাঁ এবং ৬টি না ধারণায়। ৬টি হ্যাঁ ধারণার মধ্যে রয়েছে নিরাপদ ক্যাম্পাস, আবাসন সংকট নিরসন, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, চিকিৎসা ও স্বাস্থ্যকর খাবার, উন্নত পরিবহন এবং ক্যারিয়ার গঠনে সহায়ক তথ্য ও সেবা। অন্যদিকে ৬টি না ধারণায় বলা হয়েছে কর্তৃত্ববাদী রাজনীতি, নির্যাতন ও সহিংসতা, গণরুম-গেস্টরুম কালচার, বৈষম্যমূলক নীতি ও আচরণ, মাদক-ছিনতাই-চাঁদাবাজি, ‘লাঞ্চের পরে আসেন’ কালচার এবং ইসলামোফোবিয়া ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে।
আরও পড়ুনপ্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, আমরা ১২ মাসে ৩৬টি সংস্কার বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছি। প্রতিমাসে ৩টি করে সংস্কার করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রতিটি সম্পাদকীয় পদের জন্য পৃথক ইশতেহারও ঘোষণা করা হয়েছে। ঘোষিত ৩৬ দফা সংস্কারের মধ্যে রয়েছে ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়মিত নির্বাচন নিশ্চিত করা, ক্যাম্পাসকে ফ্যাসিবাদমুক্ত করা ও গেস্টরুম-গণরুম কালচার প্রতিরোধ, প্রত্যেক শিক্ষার্থীর বৈধ সিট নিশ্চিত এবং নতুন হল নির্মাণ, গবেষণার পরিবেশ সহজলভ্য করতে কর্মশালা, সেমিনার ও স্মল রিসার্চ গ্র্যান্ট চালু, শিক্ষক মূল্যায়ন ও মেন্টরশিপ প্রোগ্রাম চালু, ই-লাইব্রেরি সম্প্রসারণ, নারী শিক্ষার্থীদের জন্য সেলফ-ডিফেন্স প্রশিক্ষণ ও ফ্রি মেন্সট্রুয়াল হাইজিন প্রোডাক্ট সরবরাহ, বিশ্ববিদ্যালয় বাস আধুনিকায়ন, মোবাইল অ্যাপে রিয়েলটাইম ট্র্যাকিং ও নতুন রুট সংযোজন, মানসিক স্বাস্থ্যসেবা জোরদার ও মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ, প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি ও অবকাঠামোগত উন্নয়ন, যৌন হয়রানি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, ক্যাম্পাসের পরিবেশ সংরক্ষণে পরিচ্ছন্নতা অভিযান এবং সাংস্কৃতিক আধিপত্য মোকাবিলায় স্থানীয় সংস্কৃতি চর্চা।
জোটের নেতারা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এবং ক্যাম্পাসের বিদ্যমান রিসোর্স কাজে লাগিয়ে এসব সংস্কার বাস্তবায়ন করা সম্ভব হবে।
মন্তব্য করুন