ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার

একদিনে নেপালে রপ্তানি করা হলো ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু

একদিনে নেপালে রপ্তানি করা হলো ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু। ছবি : দৈনিক করতোয়া

সামসউদ্দীন চৌধুরী কালাম, পঞ্চগড় : বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দর ব্যবহার করে ভারতে পেঁয়াজ আমদানির পাশাপাশি নিয়মিতভাবে নেপালে পাট ও আলু রপ্তানি কার্যক্রম চলছে। এরই অংশ হিসেবে গত রোববার  একদিনে এই বন্দর দিয়ে ৫৯০ মেট্রিক টন পাট এবং ৮৪ মেট্রিক টন আলু রপ্তানি করা হয়েছে নেপালে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ওইদিন মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ, মেসার্স রাসেল এন্টারপ্রাইজ, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং, মেসার্স বালাজি এন্টারপ্রাইজ, মেসার্স সুবল কুমার সরকার, আসিবা জুট ইন্টারন্যাশনাল, মেসার্স ম্যাক্সি জুট এবং বগুড়া জুটমিল লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান নেপালে পাট রপ্তানি করেছে। এই চালানের মধ্যদিয়ে বাংলাবান্ধা স্থলবন্দর চালুর পর থেকে এ পর্যন্ত নেপালে মোট ১৮ হাজার ৬৪৩ মেট্রিক টন পাট রপ্তানি করা হলো।

পাশাপাশি আলু রপ্তানিও নিয়মিত চলমান রয়েছে। এদিন রপ্তানিকৃত ৮৪ মেট্রিক টন আলু মিলিয়ে মোট ২৪ হাজার ৮৪৩ মেট্রিক টন আলু এ পর্যন্ত নেপালে পাঠানো হয়েছে। বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন বলেন, বাংলাদেশ সরকারের কৃষিপণ্যের মান রক্ষা এবং গুণগত মান নিশ্চিত করতে আমরা প্রতিটি চালান পরীক্ষা করছি। নিরাপদ ও সুস্থ পণ্য সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

আরও পড়ুন

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যকার বাণিজ্য সম্প্রসারণে এই বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারের সহযোগিতা পেলে এ কার্যক্রম আরও বাড়ানো সম্ভব।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধায় চতুর্দেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা প্রতিদিনই রপ্তানি কার্যক্রম তদারকি করছি যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারেন। স্থলবন্দর সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এই রপ্তানির পরিমাণ আরও বাড়বে এবং এ অঞ্চলের অর্থনীতিতে তা ইতিবাচক প্রভাব ফেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

নাটোরের বাগাতিপাড়ায় নকল মনমোহন বিড়ি কারখানায় অভিযান দুই যুবক আটক

নওগাঁর রাণীনগরে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবায় চারজন চিকিৎসক

শরৎ ঋতুর প্রথম মাস ভাদ্রে খাঁ খাঁ করছে প্রকৃতি, পুড়ছে জনজীবন