৫০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে যৌন নিপীড়ন, বৃদ্ধ গ্রেপ্তার
_original_1756131599.jpg)
মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১ বছরের এক শিশুকে ৫০ টাকার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে রফিক ফকির (৫৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার পশ্চিম দেউলভোগ গোল্ডেনসিটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত কগতকাল রেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে গোল্ডেনসিটি এলাকার জাকির মিয়ার টিনশেড বাড়ির ভাড়াটিয়া রফিক ফকির একই বাড়ির ভাড়াটিয়া সাগর হোসেনের শিশুকে ৫০ টাকা দিয়ে প্রলুব্ধ করে যৌন নিপীড়নের চেষ্টা চালান। শিশুটি বিষয়টি প্রতিবেশী নুপুরকে জানালে তিনি শিশুটির মাকে জানান।
আরও পড়ুনএ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেন। গ্রেপ্তারকৃত রফিক ফকির উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ কোলাপাড়া গ্রামের মৃত সুর্যত আলীর ছেলে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, অভিযোগের পর আসামিকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে যৌন নিপীড়ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে পাঠানো হয়।
মন্তব্য করুন