ভিডিও মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন। প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মোঃ সিরাজুল ইসলামক ওরফে আন্টুকে (৪০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪ এর বিচারক মোঃ সোহাগ তালুকদার এই আদেশ দেন। দন্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম জেলার লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ৩৫ বছর।

নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রুহুল আমীন তালুকদার টগর এ তথ্য নিশ্চিত করে  জানান,  নাটোরের লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুস সামাদের ছেলের সাথে প্রায় ১২ বছর পূর্বে একই উপজেলার রামনারায়ণপুর গ্রামের মোঃ হেলাল উদ্দিনের মেয়ে মোছাঃ লতা খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর থেকেই বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী লতা খাতুনকে নির্যাতন করতো স্বামী। এরই এক পর্যায়ে ২০২০ সালের ২৭ এপ্রিল রাত ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে লতা খাতুনের মৃত্যুর খবর পান বাবা হেলাল উদ্দিন। পরে তিনি ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

আরও পড়ুন

এ ঘটনায় নিহত লতা খাতুনের বাবা হেলাল উদ্দিন লালপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। পরে ময়না তদন্ত প্রতিবেদনে লতা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার তথ্য পাওয়া গেলে পুলিশ নিহতের স্বামী সিরাজুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম তার স্ত্রী লতা খাতুনকে হত্যার দায় স্বীকার করেন।

পরে পুলিশ নিহতের স্বামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে প্রতিবেদনসহ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। পরে মামলার তদন্ত কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘ ৫ বছর  ওই মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক সিরাজুল ইসলামকে যাবজ্জীবন কারাদন্ড দেন এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে ডা. আমিরুলকে নিজ হাসপাতালের কক্ষে গলা কেটে হত্যা, আটক ৪

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের কবর পাকাকরণের কাজ শুরু

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর বটির কোপে শ্বশুর নিহত

সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, বেড়িবাঁধে ধস

এক বছর যাবত অনুপস্থিত থেকেও বেতন-ভাতা তুলছেন সহকারী শিক্ষক

কুড়িগ্রামের উলিপুরে শিশুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা