‘জয়িতার দিগনরাত্রি’তে অন্য এক অনবদ্য বৃষ্টি

অভি মঈনুদ্দীন ঃ এই প্রজন্মের একজন ভার্সেটাইল অ্যাকট্রেস হিসেবে এরইমধ্যে তিনি নিজেকে প্রমাণ করেছেন। শুধু প্রেমের গল্পের নাটকে অভিনয় নয়, ভিন্ন ধরনের গল্পে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে তানিয়া বৃষ্টি নিজেকে প্রমাণ করেছেন একজন জাত অভিনেত্রী হিসেবে। যার প্রমাণ তিনি বিগত কয়েকবছরে তার অভিনীত বহু নাটকে রেখেছেন।
এরইমধ্যে আরো একটি নাটকে অভিনয় করে তিনি নতুন করে তাকে চিনিয়েছেন। তুহিন হোসেন পরিচালিত ‘জয়িতার দিনরাত্রি’ নাটকে তানিয়া বৃষ্টি নাম ভূমিকায় অভিনয় করেছেন। শহুরে জীবনের সাধারণ একটি গল্প। কিন্তু এই গল্পটাই বৃষ্টির অনবদ্য অভিনয়ের কারণে দর্শকের কাছে ভীষণ সমাদৃত হয়েছে। নাটকের গল্পে দেখা যায় জয়িতা একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকুরী করেন। খুউব সাধারন জীবন যাপন তার।
কিন্তু একদিন ঘটনাক্রমে তার জীবন বেপরোয়া হয়ে উঠে। কিন্তু তার এই বেপরোয়া জীবনের কারণ একসময় সে তার বাবা মাকে হারায়। হারায় তার জীবনের সব স্বপ্ন আশা ভালোবাসা। সাধারন জয়িতা থেকে বেপরোয়ো জয়িতা হয়ে উঠা, জীবনের এই যে টার্ন তানিয়া বৃষ্টি তার অভিনয়ে দিয়ে তা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
এনটিভির ইউটিউব চ্যানেলে গত ৪ আগস্ট প্রকাশিত এই নাটকটি এরইমধ্যে ৩৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। তানিয়া বৃষ্টি বলেন,‘ সাম্প্রতিক সময়ে আমি যতোগুলো নাটকে অভিনয় করেছি তারমধ্যে এই নাটকটি নিয়ে আমার প্রত্যাশা ছিলো অনেক বেশি। তুহিন ভাই এতো চমৎকার একজন পরিচালক আর এতো যত্ন নিয়ে ধীর ধীরে তিনি কাজ করেন যে নাটকের প্রতিটি চরিত্রই হয়ে উঠে অনেক বেশি প্রাণবন্ত। আমার চরিত্রটিও ঠিক তাই।
আরও পড়ুননাটকটি প্রচারের পর থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি আমি। দর্শকের ভালোবাসায় মুগ্ধ আমি। আন্তরিক কৃতজ্ঞতা তুহিন ভাইয়ের প্রতি। সেই সাথে নাটকটির নাট্যকারের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা এতো চমৎকার একটি গল্পের জন্য।’ ‘জয়িতার দিনরাত্রি’ নাটকটি রচনা করেছেন আওরঙ্গজেব।
এরইমধ্যে ইউটিউবে আরো প্রকাশিত হয়েছে তাইফুর জাহান আশিক পরিচালিত ‘গরিবের বউ’, বর্ণণাথের ‘চাকরী সূত্রে পাওয়া বউ’, সৈয়দ শাকিলের ‘টোনাটুনির সংসার’, জুবায়ের ইবনে বকরের ‘বউ বেশি বুঝে’সহ আরো বেশকিছু নাটক। এরমধ্যে তিনটি নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। শুধু বর্ণনাথের নাটকে বৃষ্টির বিপরীতে আছেন শামীম হাসান সরকার। তানিয়া বৃষ্টি এরইমধ্যে নিলয় আলমগীরের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। যা শিগগিরই প্রচারে আসবে।
মন্তব্য করুন