আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণে জাদুঘর নির্মাণের দাবি
_original_1755532541.jpg)
বিনোদন ডেস্কঃ প্রয়াত কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর রেখে যাওয়া গিটারসহ অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষণে একটি জাদুঘর নির্মাণের দাবি জানিয়েছেন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।
গত শনিবার আইয়ুব বাচ্চুর ৬৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘আইয়ুব বাচ্চু: সেলিব্রেটিং লাইফ, লিগ্যাসি অ্যান্ড চলো বদলে যাই’- শীর্ষক অনুষ্ঠান।
সেখানে ফাউন্ডেশনের সভাপতি চন্দনা বলেন, আইয়ুব বাচ্চুর স্বপ্নের জায়গা এবি ফাউন্ডেশন সম্প্রতি নিবন্ধন পেয়েছে। বাচ্চুর জন্মদিন ঘিরে আমরা আমাদের যাত্রা শুরু করছি। বাচ্চু বেশ কিছু গান করে গেছেন, যা প্রকাশ পায়নি। সেই গানগুলো সামনে আনার কাজ শুরু করেছি। তবে আমি একটা মিউজিয়ামের দাবি জানাই।
আরও পড়ুনতিনি বলেন, বাচ্চু তো বিশাল একটা ইনস্টিটিউটের মতো। তার গিটার, সে অনেক খরচ করে অনেক বাদ্যযন্ত্র কিনেছে, সেগুলো আমরা কাজে লাগাতে চাই। পরবর্তী প্রজন্ম যেন বাচ্চুকে স্মরণ রাখতে পারে সেজন্য কাজ করতে চাই।
আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে নকীব খান, হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, লাবু রহমান, শহীদ মাহমুদ জঙ্গি, ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু, অবসকিওর ব্যান্ডের সাইদ হাসান টিপু, রফিকুল আলম, পিলু খান, আসিফ ইকবাল ও লতিফুল ইসলাম শিবলী উপস্থিত ছিলেন। ছিলেন এলআরবি ব্যান্ডের সদস্যরাও। পার্থ বড়ুয়ার উপস্থাপনায় অনুষ্ঠান শুরু হয় আইয়ুব বাচ্চুর ওপর বানানো প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্যদিয়ে।
মন্তব্য করুন