চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা পরিশোধ না করার জন্য কালাম আলী ওরফে কালু (২৬) নামে এক কৃষককে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যার দায়ে আব্দুল খালেক (৪২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে তাকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়।
আজ সোমবার (১৮ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো: মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নিহত কালু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের এরশাদ আলীর ছেলে। দন্ডিত খালেক একই এলাকার আজাহার আলীর ছেলে। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার মো. সাদ্দাম, মো. আলমাছ ও আব্দুর রাজ্জাক নামে অপর তিনজনকে বেকসুর খালাস দেন আদালত।
আরও পড়ুনমামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ বলেন, ২০২২ সালের ১৯ ফেব্রুয়ারি রাতে নিজ গ্রাম এলাকার একটি আমবাগানে হাত বেঁধে, গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। পরদিন ২০ ফেব্রুয়ারি সকালে তার মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় ওইদিন কালুর বাবা শিবগঞ্জ থানায় মামলা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এড. মো.ইসমাইল।
মন্তব্য করুন