গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার আলোচিত জামায়াত নেতা নজরুল ইসলাম হত্যার আসামি রিফাত মন্ডল ওরফে সৌরভকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাকু ও নজরুল ইসলামের দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) ভোরে গাইবান্ধা শহরের নিউ মেরিট কেয়ার কোটিং সেন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি রিফাত মণ্ডল ওরফে সৌরভ নাকাই ইউনিয়নের হরিপুর গ্রামের সামিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, নজরুল ইসলামের দোকানে চুরির ঘটনায় এলাকাবাসী রিফাত মন্ডলকে দোষী সাব্যস্ত করে ৬০ হাজার টাকা জরিমানা করে। এরই প্রতিশোধ হিসেবে মোবাইল ব্যাংকিং ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী জামায়াত নেতা নজরুলকে গলাকেটে হত্যা করা হয়েছে বলে সে স্বীকারোক্তি প্রদান করেছে।
আরও পড়ুনউল্লেখ্য, গত শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নজরুল ইসলামকে একটি মাঠে নিয়ে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন গোবিন্দগঞ্জ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য ব্যবহার করে মূল আসামিকে শনাক্ত ও গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন