সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন।
আজ শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় শহরের জিরো পয়েন্ট সাতমাথায় মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়।
আরও পড়ুনবগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউছার উল্লা আরিফের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সহ-সভাপতি আব্দুস ছাত্তার, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আসাফুদ্দৌলা ডিউক, মমিনুর রশিদ সাইন, সদস্য বজলুর রশিদ সুইট, বৈশাখী টেলিভিশন জেলা প্রতিনিধি সুমন সরদার, বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুমিন, প্রদর্শনী সম্পাদক জাফর আহমেদ মিলন, কোষাধ্যক্ষ মামুনুর রশিদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সাবু ইসলাম, সদস্য আব্দুস সালাম, ফিরোজ পশারী রানা, সিরাজুল ইসলাম সিরাজ, আল আমিন, কামরুল হাসান কমল, সাংবাদিক এটিএম সাদেকুর রহমান লিটন, এস আই সুমন, মেহেদী হাসান লিটন, বারী মামুন, সাংবাদিক রাশেদুল ইসলাম রাশেদ, ওয়াহেদ ফকির প্রমুখ। খবর বিজ্ঞপ্তির।
মন্তব্য করুন