বগুড়ার আদমদীঘি সদরে একই রাতে তিন দোকানে চুরি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি সদরে একইরাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড-রেলস্টেশনে যাবার মেইন রাস্তা সংলগ্ন মুদি দোকান, মোবাইল ফোন ও ওষুধের দোকানে এসব চুরির ঘটনা ঘটে। চোরেরা তিনটি দোকান থেকে টাকা, সিগারেট, মোবাইল ফোন ওষুধসহ সাড়ে তিন লাখের অধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
মুদি দোকান মালিক কালিপদ জানান, গতকাল সোমবার সারাদিন বেচা-কেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। পরেরদিন সকালে দোকান খুলতে এসে দেখেন দোকানের দরজার তালা ভাঙ্গা। তার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা, সিগারেট অন্যান্য পণ্যসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
মা টেলিকম মোবাইল ফোনের দোকান মালিক শফিকুল ইসলাম বলেন, একই কায়দায় তার দোকান থেকেও চোরচক্র মুল্যবান টাচ মোবাইলসহ বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ৫০ হাজার টাকার ফ্লাক্সি লোডের কার্ড ও ক্যাশ বাক্স থেকে ৫ হাজার টাকাসহ আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
আরও পড়ুনএছাড়া শ্রী বিজয় ফার্মেসী নামে ওষুধের দোকানের দরজার তালা ভেঙ্গে কিছু ওষুধ চুরি হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এসব ছিঁচকে চোর ধরতে তৎপরতা চলছে।
মন্তব্য করুন