সংস্কার বাস্তবায়নে ব্যর্থ রাজনৈতিক দলগুলো: ছাত্রশিবির সভাপতি

রংপুর জেলা ও উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিলো। সেই সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে। যা গভীর ভাবনার বিষয়। আজ শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেমে দাঁড় করানোর কথা ছিলো। এটি প্রত্যাশা ছিলো আমাদের। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলনের যারা সংগঠিত করেছিলো, যারা প্রাণ দিলো। যারা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন করলো, তাদের আশা-আকাঙ্খার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি বরং স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে। রাজনীতিবিদদের অতিমাত্রায় ক্ষমতালোভী মানসিকতা দেশকে স্থায়ী সংস্কার থেকে বঞ্চিত করছে। অথচ খেটে খাওয়া মানুষের প্রত্যাশা বাংলাদেশ একটি স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পথে যাক। সেই স্থায়ী সংস্কার ও স্থায়ী পরিবর্তনের পক্ষে কাজ করে যাচ্ছি। আমরা দেশের খেটে খাওয়া মানুষের পক্ষেই লড়ে যাবো। পরে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে রংপুর মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদ্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক আরমান পাটোয়ারী, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম জাকারিয়া। সঞ্চালনা করেন রংপুর মহানগরের সেক্রেটারী আনিসুর রহমানসহ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ শনিবার বেলা ১১ টায় কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরামথ আয়োজিত উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার কৃতি শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আরও পড়ুনতিনি বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে। তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছ, তা বড় বিষয় না। তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। এভাবে তোমার স্বপ্নপূরণে করতে হবে। তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।
তিনি আরও বলেন, রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছে। বাংলাদেশ অপার সম্ভাবনার বাংলাদেশ, বাংলাদেশে যোগ্য নেতৃত্ব ও দক্ষ মালির অভাবে চমৎকার বাগানগুলো ফুলে ফুলে সুশোভিত হয় না। বিগত পনের বছরে যারা নেতৃত্ব দিয়েছে তারা যে পরিমাণ লুটপাট করেছে ও তাদের দ্বারা বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে।
‘উলিপুর উন্নয়ন ফোরামথ এর চেয়ারম্যান ও ২৭ কুড়িগ্রাম-৩ উলিপুর আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ্ হোসাইন আহমদ মেহেদী।
মন্তব্য করুন