এড. এমএম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
“বিএনপি একমাত্র দল এদেশের হিন্দু সম্প্রদায়ের পাশে সব সময় আছে”

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী এড. এমএম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি একমাত্র দল যারা এদেশের হিন্দু ভাইদের পাশে রয়েছে। আগামী দিনেও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দল বিএনপি আপনাদের পাশে থাকবে। আজ শনিবার (১৬ আগস্ট) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় হিন্দু সম্প্রদায়ের ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞা অনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ভূষন গাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে দুলু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে। ধর্ম যার যার রাষ্ট্র সবার। এদেশে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সকল মানুষ মিলেমিশে একাকার হয়ে বসবাস করে। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার সবসময় দেশের হিন্দু সমাজকে নিজেদের ভোটব্যাংক মনে করেছে। আবার তাদের দ্বারাই হিন্দু সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে বিদেশে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার আলোচনার পর প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন দিতে হবে।
আরও পড়ুনঅনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন ও নাসিম উদ্দীন নাসিম, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সত্যেন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে জেলা বিএনপি নেতাকর্মী ছাড়াও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন