বৈঠকের জন্য কেন সামরিক ঘাঁটি বেছে নিলেন ট্রাম্প-পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : বিবিসির প্রতিবেদনে বলা হয়, হাই-প্রোফাইল বৈঠকের স্থান হিসেবে বেছে নেয়া হয়েছে আলাস্কার জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসনকে। এটি আলাস্কার সবচেয়ে জনবহুল শহরের উত্তরে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হুমকি মোকাবিলায় এটি একটি গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা এবং কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে কাজ করতো।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। এই ঘটনা বৈঠকটিকে ঐতিহাসিক মাত্রা দিতে যাচ্ছে। ১৯৫৯ সালে এটি যুক্তরাষ্ট্রের একটি পূর্ণাঙ্গ রাজ্য হয়।
হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, দুই বিশ্বনেতার নিরাপত্তা মানদণ্ড পূরণ করে, এমন সব ব্যবস্থা এই ঘাঁটিতে রয়েছে। তাড়াহুড়ো করে আয়োজিত বৈঠকের জন্য অন্য কোনো বিকল্প ছিল না। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, দুই দেশ প্রতিবেশী এবং কেবল বেরিং প্রণালিই তাদের আলাদা করে।
তিনি বলেন, আমাদের দল সহজেই বেরিং প্রণালি অতিক্রম করে এখানে আসতে পারে, তাই দুই দেশের নেতাদের এই গুরুত্বপূর্ণ ও প্রত্যাশিত বৈঠক আলাস্কায় হওয়াই যৌক্তিক। ২০১৯ সালে প্রথম মেয়াদে ডোনাল্ড ঘাঁটিটি পরিদর্শন করেছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, এখানকার সৈন্যরা আমাদের দেশের শেষ সীমান্তে আমেরিকার ঢাল হিসেবে কাজ করছেন।
বিবিসি বলছে, স্নায়ুযুদ্ধের সময় থেকেই এই ঘাঁটি আলাস্কার বৃহত্তম সামরিক ঘাঁটি। ৬৪ হাজার একর আয়তনের এই স্থাপনা আর্কটিক অঞ্চলের সামরিক ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। ঘাঁটিতে ৩০ হাজারের বেশি মানুষ বসবাস করে। এই সংখ্যা আঙ্কোরেজ শহরের বাসিন্দাদের তুলনায় ১০ শতাংশ।
১৯৪০ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটি স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের হুমকি প্রতিহত করার জন্য গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে কাজ করত। ১৯৫৭ সালে এই ঘাঁটিতে ২০০টি যুদ্ধবিমান মোতায়েন ছিল এবং বহু বিমান নিয়ন্ত্রণ ও অ্যাডভান্সড রাডার সিস্টেম স্থাপন করা হয়েছিল, যার কারণে এটি ‘টপ কভার ফর নর্থ আমেরিকা’ নামে পরিচিতি পেয়েছিল। কৌশলগত অবস্থান ও প্রশিক্ষণ সুবিধার কারণে ঘাঁটিটি ক্রমেই বিস্তৃত হচ্ছে।
মন্তব্য করুন