ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

কুমিল্লায় বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

কুমিল্লায় বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় বিষাক্ত মদ পানে ২ জনের মৃত্যু হয়েছে। 

গতকাল বুধবার (১৩ আগস্ট) সকালে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন—রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার (৫০) ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী (৩৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) খেয়ে তপন চন্দ্র সরকার ও পলাশ চক্রবর্তী অসুস্থ হয়ে পড়ে। পরে সকালে তাদেরকে পরিবারের লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

অপরজন তপন চন্দ্র সরকারের অবস্থা সংকটপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কুমিল্লা নেওয়ার পথে তপন চন্দ্র সরকার মারা যায়।

আরও পড়ুন

খবর পেয়ে বুধবার বিকালে বাঙ্গরা বাজার থানা পুলিশ রামচন্দ্রপুর মহাশ্মশান থেকে পলাশের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ আসার পূর্বেই তপনের লাশ দাহ করার ফলে লাশ উদ্ধার করতে পারেনি পুলিশ।

বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় অ্যালকোহল (মদ) পানে ২ জনের মৃত্যু হয়েছে। পলাশ নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তপনের লাশ দাহ করে ফেলায় উদ্ধার করা সম্ভব হয়নি।

পলাশের লাশ ময়নাতদন্তের জন্য আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাথে চট্টগ্রামস্থ হজ এজেন্সি  প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পদ্মা ব্যাংক আয়োজতি র্অথ পাচার ও সন্ত্রাসী র্কমকাণ্ডে র্অথায়ন প্রতরিোধ বষিয়ক র্কমশালার র্সাটফিকিটে প্রদান অনুষ্ঠতি

এপিইউবি চেয়ারম্যান ড. মো. সবুর খান অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-বাংলাদেশ বিজনেস এক্সপো ২০২৫ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন

তারাগঞ্জে একসাথে তিন কন্যাশিশুর জন্ম, খাবার যোগাতে হিমশিম

উত্তরাঞ্চলের তিন জেলায় টর্নেডোর আঘাত  ১১শ’ বাড়িঘর লন্ডভন্ড, আহত ১৫

রংপুরে গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন গ্রেফতার ১