ভিডিও রবিবার, ০৫ অক্টোবর ২০২৫

নাটোরের সিংড়ায় অবৈধ জাল জব্দ করে জরিমানা ও ধ্বংস

নাটোরের সিংড়ায় অবৈধ জাল জব্দ করে জরিমানা ও ধ্বংস। ছবি : দৈনিক করতোয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চায়না দূয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাত লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুত রাখার প্রমাণ মেলে। এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭), পিতা সাহাদত কে পাঁচ হাজার টাকা এবং খালিদ (২৯), পিতা মোশারফ কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযান শেষে সিংড়া কোর্ট মাঠে জব্দকৃত সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, অবৈধ মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওএসডিতে থাকা ৬৯ উপসচিবকে একযোগে পদায়ন

রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আমার কিছু যায় আসে না : বাঁধন

চাঁপাইনবাবগঞ্জে সাপের কামড়ে দুই কৃষকরে মৃত্যু

বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশের মিশন

অপূর্ব পালের ‘দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি’ দাবি আহমাদুল্লাহর