ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

নাটোরের সিংড়ায় অবৈধ জাল জব্দ করে জরিমানা ও ধ্বংস

নাটোরের সিংড়ায় অবৈধ জাল জব্দ করে জরিমানা ও ধ্বংস। ছবি : দৈনিক করতোয়া

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় চায়না দূয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় সাত লাখ টাকার অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন। গতকাল সোমবার সকালে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: শাহাদত হোসেন এবং সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে তিনটি গুদামে অবৈধ চায়না ও কারেন্ট জাল মজুত রাখার প্রমাণ মেলে। এসব জাল মৎস্য আইনে সম্পূর্ণ নিষিদ্ধ এবং জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত শোভন (২৭), পিতা সাহাদত কে পাঁচ হাজার টাকা এবং খালিদ (২৯), পিতা মোশারফ কে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

অভিযান শেষে সিংড়া কোর্ট মাঠে জব্দকৃত সমস্ত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা প্রশাসন নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম বলেন, অবৈধ মৎস্য আহরণ রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। দেশের মৎস্য সম্পদ রক্ষায় এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

সাবেক তিন গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব তলব

অভাব অসুস্থতা আর ঋণে জর্জরিত হয়ে মা-মেয়ের আত্মহত্যা

রংপুরের কাউনিয়ায় বিষপানে যুবকের আত্মহত্যা

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৮৫৮

নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স খাদে পড়ে একজন নিহত