ভিডিও বুধবার, ১৩ আগস্ট ২০২৫

লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার

লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পরিবহন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় চুরি হওয়া একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো খুলনার মো. জাহিদুল মুন্সি, ঢাকার মো. রবিবউল ইসলাম মনির ও মাদারীপুরের মো. আব্দুর রহমান হাওলাদার জসিম ভান্ডারী। দেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই মেসার্স শুভেচ্ছা ট্রেডার্স নামে ধান-চাল ব্যবসায়ী প্রতিষ্ঠানটি দিনাজপুরের স্নেহা অটো রাইস মিলে পণ্য পরিবহনের জন্য ভূয়া রেজিস্ট্রেশন নম্বরযুক্ত একটি ট্রাক ভাড়া করে। ট্রাকটি চালাচ্ছিল মো. জাহিদুল ইসলাম দুখু ওরফে তাইজুল মোল্লা। কিন্তু পণ্য গন্তব্যে না পৌঁছানোয় ও কোনো খোঁজ না মেলায় ২৮ জুলাই কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন মালিকপক্ষ। মামলাটি তদন্তের দায়িত্ব পায় জেলা গোয়েন্দা শাখা।

আরও পড়ুন

তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় মূলচক্রের তিনজনকে শনাক্ত করে ডিবি। পরে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে চক্রটির অন্যান্য সদস্য ও প্রতারণার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। চক্রের অন্যদের শনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লালমনিরহাট পুলিশ প্রতারণা ও অপরাধ দমনে শূণ্য সহনশীলতার নীতি অনুসরণ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের গঙ্গাচড়ায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

১৩বারের মতো বিশ্ব রেকর্ড ভাঙলেন ডুপ্লান্টিস

শ্বশুরবাড়ি থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

অসহায় পরিবারের দুই শিশুকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা দিলেন তারেক রহমান

নারায়ণগঞ্জে ১৭ টন অবৈধ পলিথিন জব্দ, জরিমানা ৪ লাখ

প্রথমবার যুক্তরাষ্ট্রে স্টেজ শোতে পারফর্ম করতে যাচ্ছেন আতিয়া আনিসা