ভিডিও বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়

রাজের প্রাক্তন স্ত্রীর পোস্ট ঘিরে তোলপাড়, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক মঞ্চে-এক সঙ্গে দেখা দিয়েছেন দেব-শুভশ্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে টলিউডের তুমুল জনপ্রিয় এই জুটির ছবি ও ভিডিও। দীর্ঘদিন সিনেমার প্রচারে দুইজন কাছাকাছি এলেন, এক মঞ্চে দাঁড়ালেন, একজন অন্যজনকে ছুঁয়ে দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক জন আরেকজনকে ফলো দিলেন। এরপর সেই জনপ্রিয় সংলাপ, ‘আমার বন্ধু হবে?’

দেব-শুভশ্রীকে একই মঞ্চে দেখতে পেয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই এই জুটির ভক্তদের। উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রীও। রাজকে মনে করিয়ে দিয়েছেন, তার অতীত স্মৃতি। রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী মিত্রর পোস্ট ভাইরাল হয়েছে। সেই পোস্টে শতাব্দী লিখেছেন, ‘কিরে, কেমন লাগছে? আমারও ঠিক এরকমই লেগেছিল, ঠিক এইরকমই। বুঝলে তো? হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো... আমারও করেছিল, ঠিক তেরো বছর আগে।’

উল্লেখ্য, ২০০৬ সালে প্রথম বিয়ে হয় রাজ-শতাব্দীর। সেই সময় পরিচালনায় সেভাবে সাফল্যের মুখ দেখেননি রাজ। যখন একটু একটু করে সামনের দিকে ক্যারিয়ার এগোচ্ছিলো। আর তখনই বিচ্ছেদ হয় এই জুটির। ২০১১ সালে ঘর ভাঙে তাদের। এরপর রাজের জীবনে আসেন পায়েল, শুভশ্রী, মিমি! আর সবশেষে ২০১৮ সালে শুভশ্রীকে বিয়ে ও এখন তারা দুই সন্তানের মা-বাবা।

আরও পড়ুন

সোমবার রাতে নেটিজেনরা যখন দেব-শুভশ্রীকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন, তখনই আসে শতাব্দী মিত্রর পোস্ট। একটি কবিতাও লিখেছেন শতাব্দী। তিনি লিখেছেন-‘আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা-আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে।’ সূত্র : জি টুয়েন্টিফোর

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের প্রত্যাবর্তনের দিনই হবে বিএনপির চূড়ান্ত বিজয়: আমিনুল হক

সিরাজগঞ্জের রায়গঞ্জে সামান্য বৃষ্টিতে রাস্তায় কাদা ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

বগুড়ার নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাটের ঋষিঘাট থেকে বৈদড় পর্যন্ত রাস্তা ৩৭ বছরেরও সংস্কার হয়নি

নওগাঁর ধামইরহাটে প্রবাসী নারীর সাথে ভুয়া বিয়ের নাটক সাজিয়ে ৭ সাত  লাখ টাকা আত্মসাৎ

ফ্যাসিবাদের পতনের বর্ষপূর্তিতে বগুড়ায় বিএনপির বিশাল বিজয় র‌্যালি