ভিডিও বুধবার, ০৬ আগস্ট ২০২৫

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ট্যাপেন্টাডল ও গাঁজাসহ আটক দুই মাদক কারবারির জেল-জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং প্রত্যেকের ৫০ টাকা করে জরিমানার আদেশ দেন।

দন্ডপ্রাপ্তরা হলো- উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের কালাইকুড়ি গ্রামের আজিজুল হকের ছেলে হুরাইরা (২১) ও সান্তাহার পাথরকুটা গ্রামের বশির উদ্দিনের ছেলে মিলন হোসেন (৩৯)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন

অভিযানে হুরাইরাকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ও মিলন হোসেনকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হুরাইরাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মিলন হোসেনকে চার মাসের বিনাশ্রম কারাদন্ড ও উভয়কে ৫০ টাকা করে জরিমানা করা হয়। ওইদিনই দন্ডপ্রাপ্তদের বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে জুলাই স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন কারাদন্ডাদেশ

বগুড়ায় কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ প্রধান আসামি গ্রেফতার

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বগুড়ায় জামায়াতের গণমিছিল