সিরাজগঞ্জের তাড়াশে গোসল করতে গিয়ে পানিতে ডুবে একজনের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের পল্লিতে পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে হামিদা খাতুন (১৮) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের নলুয়াকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হামিদা খাতুন ওই গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
নিহতের পরিবার জানায়, আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে হামিদা খাতুন নিজ বাড়ির পুকুরে গোসল করতে যান। পুকুর ঘাটে দাঁড়ানোর সময় পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান। মেয়েটি সাঁতার জানত না।
আরও পড়ুনতার আত্মচিৎকার শুনে পরিবারের লোকজন পানিতে খোঁজাখুঁজির পর হামিদা খাতুনকে উদ্ধার করে খালকুলা ওহী জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হামিদা খাতুনকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন