নীলফামারীর কিশোরগঞ্জে মাটির নিচে থেকে পরিত্যক্ত এক নলা বন্ধুক উদ্ধার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অকেজো ও মরিচা ধরা বাটবিহীন এক নলা একটি বন্ধুক মাটির নিচে থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গভীর রাতে এ বন্ধুকটি পুলিশ উদ্ধার করে।
পুলিশ সূত্র জানায়, উপজেলার দক্ষিণ সিঙ্গেরগাড়ী বালাপাড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে ফজলুক (৩৫) তার দোকান সংলগ্ন আবাদি জমিতে মাটি কাটছিল। এ সময় কোদালের সাথে ধাতব পদার্থের আঘাতের শব্দ পায়। পরে মাটি খুঁড়ে দেখতে পায় একটি মরিচা ধরা বাটবিহীন একটি বন্ধুক।
আরও পড়ুনএলাকাবাসী খবর দিলে কিশোরগঞ্জ থানা পুলিশ গতকাল রোববার গভীর রাতে অকেজো বাটবিহীন বন্ধুকটি উদ্ধার করে থানায় আনে। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন