ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : রাজধানী ঢাকার মিটফোর্ডের সামনে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা, সারাদেশে সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজি এবং নৈরাজ্যের প্রতিবাদে আজ শনিবার (১২ জুলাই) বগুড়ায় পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বিকেলে শহরের সাতমাথাস্থ ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে সাধারণ ছাত্র-জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। সাতমাথা থেকে মিছলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সাতমাথায় ফিরে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাকিব খান, আজিজুল হাকিম, সেলিম রেজা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে সন্ত্রামী কর্মকান্ড বেড়ে গেলেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। বক্তারা বলেন, ঢাকা মিটফোর্ডের সামনে প্রকাশ্যে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করেছে যুবদলের নেতা। কিন্তু প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
সরকার একটি দলের পক্ষ নিয়ে কাজ করছে, তাদেরকে ছাড় দিচ্ছে। সরকার যদি চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড এবং হত্যাকান্ড বন্ধ কতে না পারে তবে আবারও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা আরও বলেন, হাজারও ভাইবোনের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশে সন্ত্রাসী চাঁদাবাজদের ঠাঁই হবে না।
এর আগে সকালে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউিটের শিক্ষার্থীরা একই দাবিতে শহরের বিক্ষোভ মিছিল করেন। পলিটেকনিক ইনস্টিটিউিটের সামনে থেকে মিছির বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় মিছিল থেকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।
আরও পড়ুনএদিকে আজ শনিবার (১২ জুলাই) সন্ধ্যার পর শহরে বিক্ষোভ সমাবেশ করেছে নাগরিক অধিকার। মিছিল শেষে সাতমাথার বীর শ্রেষ্ঠ স্কয়ারের সামনে সমাবেশ করে তারা। এছাড়াও আজ শনিবার (১২ জুলাই) বাদ মাগরিব ইসলামী যুব আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে জেলা সভাপতি মুহাম্মদ সোহরাব হোসেনের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
ইসলামী যুব আন্দোলন বগুড়া জেলা শাখার উদ্যোগে বাদ মাগরিব জেলা কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয় এবং মিছিলটি বগুড়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বগুড়া জেলার সভাপতি আ ন ম মামুনুর রশীদ, সেক্রেটারি সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম শফিক, ইসলামী যুব আন্দোলন বগুড়ার সভাপতি মুহাম্মদ সোহরাব হোসেন, সহ-সভাপতি মুফতী গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর ফারুক, ছাত্রনেতা মুহাম্মদ নাইম প্রমুখ।
মন্তব্য করুন