ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ছাত্রদলের প্রতি ফরহাদের আহ্বান

রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে

বহিরাগতদের ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় না করানোর জন্য ছাত্রদলের প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসুর জিএস প্রার্থী এস এম ফরহাদ। 

তিনি বলেন, প্লিজ ছাত্রলীগ হইয়েন না। নিষিদ্ধ ছাত্রলীগ শিক্ষকদের সঙ্গে যে ধরনের আচরণ করতো; আজ ছাত্রদলের ভাইয়েরা সেই ধরণের আচরণ করেছেন। এটা খুবই দুঃখজনক। শিক্ষকদের সঙ্গে সব সময়ই আমাদের ভালো ব্যবহার করতে হবে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাতে টিএসসিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

 

ফরহাদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীদের জড়ো করেছে ছাত্রদল। সেখানে তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের সেই দায় শিবিরের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে।’

 

তিনি বলেন, ‘২০২৪-এর আগস্টে ছাত্রলীগ বহিরাগতদের নিয়ে শিক্ষার্থীদের ওপর আক্রমণ করেছিল। কিন্তু তারা টিকতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফের এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থীরা তাদের প্রতিহত করবে।’ তিনি আরো বলেন, ‘অমর একুশে হলে ভোট কারচুপি হয়েছে। সেটার প্রমাণ আসার পর রোকেয়া হলে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে।’

আরও পড়ুন

 

ফরহাদ বলেন, ডাকসু নির্বাচনে যারা বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে কারো ওপর দায় চাপানো যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে যেসব কেন্দ্রেই অভিযোগ উঠছে সেখানকার সিসিটিভি ক্যামেরা চেক করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও জানান 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের' এই জিএস প্রার্থী।

 

এর আগে সকাল ৮টায় শুরু হয়ে ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। টানা ৮ ঘণ্টা ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এ বছর ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭০ জন প্রার্থী। ১৮টি হলের প্রতি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১ হাজার ১০৮ জন। ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটাররা ডাকসু ও হল সংসদের মোট ৪১টি পদে ভোট দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান