ডাকসু নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের মৃত্যু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। দ্রুত তাকে সহকর্মীরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা সম্ভব হবে।
আরও পড়ুনহঠাৎ এ মৃত্যুর ঘটনায় সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে একজন নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে স্মরণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন