ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ভোটকেন্দ্রে ভুয়া বুথ বসানোর অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, ছবি: সংগৃহীত ।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভুয়া বুথ বসানোর অভিযোগ উঠেছে জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ করেছেন সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদপ্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এসে তিনি অভিযোগ করেন, ছাত্রদল ভোটকেন্দ্রের নিকট বুথ বসিয়ে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বলেন, তারা ভোটারদের নানা তথ্য দেওয়ার নামে লিফলেট বিতরণ করছে। দাবি করছে এগুলো ভোটারদের তথ্য, অথচ সেখানে প্রার্থীদের নাম লেখা রয়েছে। প্রকৃতপক্ষে এসব কার্যক্রমের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে।”

মুসাদ্দিক আরও বলেন, “আমরা নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছি বিষয়টি গুরুত্বসহকারে দেখার জন্য। যদি কমিশন দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে ধরে নিতে হবে তারা ছাত্রদলকে প্রত্যক্ষভাবে সমর্থন দিচ্ছেন।”

আরও পড়ুন

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমরা নির্বাচন কমিশনের নিয়ম মেনেই কাজ করছি। ভোটকেন্দ্র থেকে নির্ধারিত ১০০ ফুট দূরে আমরা ডেস্ক বসিয়েছি।”

ভোটারদের মাঝে এই অভিযোগ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, নির্বাচনী পরিবেশ যেন কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধার সুন্দরগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

ফরিদপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দলের মারামারি

ব্যাংক একীভূত হলেও গ্রাহকের আমানতে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

নোয়াখালীতে আদালতের দোতলা থেকে লাফ দিয়ে আসামির পালানোর চেষ্টা

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ জন গ্রেপ্তার

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য