ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

নিখোঁজের আটদিন পর পুকুর থেকে অটোচালকের মৃতদেহ উদ্ধার

নিখোঁজের আটদিন পর পুকুর থেকে অটোচালকের মৃতদেহ উদ্ধার। প্রতীকী ছবি

শেরপুর বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরে নিখোঁজের আটদিন পর অটোচালক আবু বক্করের (৩৭) মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি কুসুম্বি ইউনিয়নের গোসাইবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বাগড়া হঠাৎপাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১ সেপ্টেম্বর রাতে আবু বক্কর ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর থানায় নিখোঁজের জিডি করলে ২ সেপ্টেম্বর ঘোগা বটতলা এলাকার রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় ব্যাটারিচালিত একটি অটোরিকশা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অটোরিকশা উদ্ধার করে কিন্তু অটোরিকশার ব্যাটারি পাওয়া যায়নি।

পরে অপরিচিত এক ব্যক্তি ব্যাটারি বিক্রি করতে এসে স্থানীয়দের তোপের মুখে ব্যাটারি রেখে পালিয়ে যান, এরপর শেরপুর থানা পুলিশ সেই ব্যাটারিও উদ্ধার করে। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া হঠাৎপাড়া এলাকার বোষ্টুমধার পুকুর থেকে স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে এগিয়ে গিয়ে দেখতে পান পুকুরের মধ্যে একটি লাশ ভাসছে। পরে খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে এসে আবু বক্করের মৃতদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

এ বিষয়ে শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দীন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোরিকশা চুরির কারণে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়

ভেতরে চলছে ভোটগণনা, শিক্ষার্থীরা বাইরে গাইছেন দেশের গান