ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ঐশ্বরিয়ার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল, আদালতের দ্বারস্থ অভিনেত্রী

ঐশ্বরিয়া রাই বচ্চন।

বিনোদন ডেস্ক ঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এআই দিয়ে তৈরি ঐশ্বরিয়া রাই বচ্চনের বিভিন্ন অন্তরঙ্গ ছবি। বিষয়টি সম্পর্কে অবগত হতেই আদালতের দ্বারস্থ হলেন অভিনেত্রী। ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন তিনি।

অভিযোগ, ঐশ্বরিয়ার ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই ঐশ্বরিয়ার আইনজীবী আদালতে সব নথি জমা দিয়ে কোনোরকম অসৎ উদ্দেশ্যে যাতে অভিনেত্রীর ছবি ব্যবহার না করা হয় সেই বিষয়ে পদক্ষেপ করার আর্জি জানিয়ে আবেদন করেছেন। ঐশ্বরিয়ার দাবি, এই ছবি আসল নয়। তা এআই দিয়ে বানানো। এমন ছবি ব্যবহারের অনুমতি তিনি কোনোভাবেই দেননি। কেবল তারই নয়, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যেভাবে বহু অভিনেত্রীরই ছবি ব্যবহার করে বিজ্ঞাপন করার প্রবণতা বেড়েছে বিভিন্ন ই-কমার্স সংস্থাগুলোর মধ্যে, তারও প্রতিবাদ করে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি। তবে এই প্রথম নয়। এর আগে গত নভেম্বরে এই একই সমস্যায় জর্জরিত হয়েছিল বচ্চন পরিবার। অমিতাভ বচ্চনের সঙ্গেও একই ঘটনা ঘটেছিল। দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ। এরপর বিনা অনুমতিতে অমিতাভের কণ্ঠস্বর কিংবা ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। তবে এই ঘটনা নতুন কিছু নয়। এআই’র ব্যবহার শুরুর পর থেকেই বহু তারকা থেকে জনপ্রিয় ব্যক্তিত্বকে নিয়ে নানা ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ কেন্দ্রের ফলাফলে বিপুল ভোটে এগিয়ে সাদিক কায়েম

সুফিয়া কামাল হলে সাদিক কায়েম ১২৭০, উমামা ৫৪৭

অমর একুশে হলে সাদিক কায়েম পেয়েছেন ৬৪৪ ভোট, আবিদ ১৪১

উৎসবমুখর পরিবেশে ডাকসুর ভোটগ্রহণ শেষে চলছে গণনা, ফল ঘোষণায় বিলম্ব

আজানের মতো ইকামতেরও কি জবাব দিতে হয়?

ডাকসু নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় সিনেট হলে উপচেপড়া ভিড়