‘ওরে জান’খ্যাত গায়িকা মারুফা তৃষা গানের ভুবনের নতুন বিস্ময়
_original_1757428257.jpg)
অভি মঈনুদ্দীন ঃ ‘ওরে জান’ এই সময়ের জনপ্রিয় একটি আধুনিক গান। এই গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেই বেশ আলোচনায় এসেছিলেন এই প্রজন্মের নন্দিত জনপ্রিয় অভিনেত্রী নাজনীন নীহা। যেহেতু গানটি এবং গানটির মিউজিক ভিডিওটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলে তাই গানের গায়ক ইমরানকে এবং নীহাকে দর্শক বেশ ভালো করেই চিনেন জানেন। কিন্তু এই গানটিতে ইমরানের সঙ্গে যে গায়িকা গানটি গেয়েছেন। তাকে দর্শক কমই চিনেনা। কারণ ভিডিওচিত্রে তার উপস্থিতি নেই।
ভীষণ মিষ্টি আর সুরেলা কন্ঠের সেই ‘ওর জান’খ্যাত (জামাল হোসেনের লেখা) গায়িকার নাম মারুফা তৃষা। কক্সবাজারের মেয়ে তিনি। অনেকটাই প্রচার বিমুখ এই গায়িকা নীরবে নিভৃতে গান গেয়ে যেতেই ভালোবাসেন। তৃষার কন্ঠে আরো একটি জনপ্রিয় গান হচ্ছে ‘ভালোবাসি বলে যাও’। এতে তার সহশিল্পী যথারীতি। মিউজিক ভিডিওতে আছেন ইমরান ও মারিয়া। ‘ওরে জান’ এবং ‘ভালোবাসি বলে যাও’ এই দুটি গানে যদি কোনোরকম ভাবে একটু করে হলেও মারুফা তৃষার উপস্থিতি থাকতো তাহলে দর্শক শ্রোতার কাছে তৃষার পরিচিতটা দ্রুতই বেড়ে যেতে। কিন্তু তারপরও এসব নিয়ে তৃষার কোনো আফসোসস নেই। ‘ওরে জান’ তিন কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন, ‘ভালোবাসি বলে যাও’ সত্তর লক্ষেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দুটি গানই ভীষণ জনপ্রিয়। তবে দুই গানের রেশ অনুযায়ী যতোটুকু গানে ব্যস্ত থাকার কথা তৃষার তেমন ব্যস্ততা নেই তৃষার। তারপরও নিজের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। হাবিব বাপ্পুর লেখা, সুরে এবং অনি সব্যসাচীর কম্পোজিশনে ‘ওরে ও বিদেশী নাইয়া’ নামের একটি নতুন মৌলিক গান করছেন। ফোক ঘরানার এই গানটি নিয়ে তৃষার এখন অনেক স্বপ্ন। কারণ এই গানকে নিয়ে এখন অনেক বড় পরিকল্পনা চলছে। এর আগে হাবিব বাপ্পুর কথা ও সুরে ‘মা’ শিরোনামের একটি গান’সহ আরো একটি গান করেছিলেন।
আরও পড়ুনএরইমধ্যে সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন তৃষা। তবে সিনেমার গানের ব্যাপারে নিশ্চয়তা দেয়া যায়না, সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত। কারণ শেষ পর্যন্ত এমনও হয় শিল্পী স্থলাভিষিক্ত হয়ে যায়। তাই সিনেমাতে প্লে-ব্যাক করলেও বিস্তারিত আপাতত জানাতে আগ্রহী নন তৃষা। ২০১৭ সালের সেরাকন্ঠ’তে অংশগ্রহনের আগে তৃষার সুযোগ হয়েছিলো বাংলাদেশের প্রয়অত কিংবদন্তী গীতিকার, সুরকতার, সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে দেশের গান ‘আমার মন জুড়ায়রে’ গানটি গাইবার। সেরাকন্ঠ’তে প্রথম রানার আপ হবার পর সাব্বির জামানের সুরে , এ মিজানের কথায় ‘মেঘলা আমার মন’ গানটি গেয়েছিলেন তৃষা। বিটিভিতে ২০২২ সালে তালিকাভুক্ত হয়ে বিটিভিতেও বেশ কিছু মৌলিক গান গেয়েছেন তৃষা। গানে তৃষার হাতেখড়ি তারই মা শিরীন আক্তারের কাছে। এরপর তিনি দ্বীপলাল চক্রবর্ত্তী, মিশন নাথ, সন্তোষ কুমার শীল, মিহিল লালা এবং সুজিত মোস্তফার কাছে গানে তালিম নিয়েছেন। তৃষার সবচেয়ে প্রিয় শিল্পী সামিনা চৌধুরী, কারণ ছোটবলা থেকে তারই গান বেশি ভালোলাগতো তৃষার। আবার বড় শিল্পীদের মধ্যে সামিনা চৌধুরীর সান্নিধ্য, ভালোবাসা, আদর পেয়েছেন তিনি সবার আগে। তৃষার বাবা মিজানুল করিম। ৮ অক্টোবর জন্ম নেয়া তৃষার বেস্ট ফ্রেণ্ড কক্সবাজার মহিলা কলেজে একসময় একসঙ্গে পড়া বান্ধবী সানজিদা। তবে আক্ষেপ বহুদিন তারসঙ্গে দেখা হয়না। মারুফা তৃষা বলেন,‘ আমার পরম সৌভাগ্য যে পেশাগতভাবে গানের ভুবনে প্রবেশের আগেই শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সুরে গান গাইতে পেরেছি। আর সেরাকন্ঠ’তে অংশগ্রহন করার পর সামিনা চৌধুরীর ম্যামের স্নেহ আদর ভালোবাসা পেয়েছি। দু’জন মহান মানুষ আমাকে যে আশীর্বাদ দিয়েছেন, সেই আশীর্বাদ নিয়েই আমি এগিয়ে যাচ্ছি আগামীর পথে। আমি শুধু গানটাই করে যেতে চাই আজীবন। ভালো কথার সুন্দর সুরের গান করে যেতে চাই। শ্রোতা দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাকে সবসময় অনুপ্রেরণা দেবার জন্য।’
মন্তব্য করুন