ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

অস্কারের নতুন প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর

অস্কারের নতুন প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর

বিনোদন ডেস্কঃ অস্কার আয়োজনকারী প্রতিষ্ঠান অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর নতুন প্রেসিডেন্ট হলেন হলিউডের পরিচিত প্রযোজক লিনেট হাওয়েল টেলর। ২০২৫-২৬ মেয়াদের জন্য অ্যাকাডেমির বোর্ড অব গভর্নর্স তাকে এই পদে নির্বাচিত করেছে।

প্রেসিডেন্টের সঙ্গে সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন শীর্ষ শিল্পীরা—লেসলি বারবার (ভাইস প্রেসিডেন্ট, মেম্বারশিপ কমিটি), জেনিফার ফক্স (ভাইস প্রেসিডেন্ট, অ্যাওয়ার্ডস কমিটি), সাইমন কিলমারি (ভাইস প্রেসিডেন্ট/ট্রেজারার, ফাইন্যান্স কমিটি), লু ডায়মন্ড ফিলিপস (ভাইস প্রেসিডেন্ট, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন কমিটি) এবং হাওয়ার্ড এ. রডম্যান (ভাইস প্রেসিডেন্ট/সেক্রেটারি, গভর্নেন্স কমিটি)।

 

অ্যাকাডেমির সিইও বিল ক্রেমার বলেন, ‘লিনেট বহু বছর ধরে বোর্ডে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি অ্যাওয়ার্ডস কমিটির চেয়ার হিসেবে পুরস্কার প্রক্রিয়ায় নতুন প্রাণ এনেছেন। তাঁর নেতৃত্বে আমরা অ্যাকাডেমির লক্ষ্য আরও এগিয়ে নিতে পারব।’

আরও পড়ুন

 

২০১৪ সালে অ্যাকাডেমির সদস্য হওয়া লিনেটের প্রযোজনা করা ছবির সংখ্যা ২৫টিরও বেশি। এর মধ্যে রয়েছে এ স্টার ইজ বর্ন—যেটি আটটি অস্কার মনোনয়ন পেয়েছিল এবং সেরা ছবির জন্য তাকে মনোনয়ন এনে দেয়। এছাড়া দ্য অ্যাকাউন্ট্যান্ট, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক, ব্লু ভ্যালেন্টাইনসহ একাধিক সফল ছবি তার প্রযোজনা তালিকায় রয়েছে। ২০২০ সালে স্টেফানি অ্যালেইনের সঙ্গে ৯২তম অস্কার অনুষ্ঠানও তিনি প্রযোজনা করেছিলেন, যার জন্য এমি মনোনয়ন পান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবন বাঁচাতে ব্রেক ফেল করা বাস থেকে লাফ, চাকায় পিষ্টে নিহত যাত্রী

কিছু লোক বিদেশে টাকা পাচারের জন্যই কারখানা করেছেন : রাজশাহীতে উপদেষ্টা সাখাওয়াত

হবিগঞ্জে মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা

আজ মাছরাঙ্গায় গান শোনাবেন ফাহমিদা নবী

নাটোরের সিংড়ায় অজ্ঞাত লাশের পরিচয় মিললো : গ্রেফতার ২

নওগাঁর মান্দায় চিকিৎসা নিতে গিয়ে শিক্ষক দম্পতি লাঞ্ছিত