ভিডিও শনিবার, ০২ আগস্ট ২০২৫

জীবন বাঁচাতে ব্রেক ফেল করা বাস থেকে লাফ, চাকায় পিষ্টে নিহত যাত্রী

জীবন বাঁচাতে ব্রেক ফেল করা বাস থেকে লাফ, চাকায় পিষ্টে নিহত যাত্রী

ফরিদপুর-বরিশাল মহাসড়কের বাখুন্ডায় ব্রেক ফেল করা বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়ে মুনতাজ আলী (৪০) নামে এক যাত্রী নিহত হয়েছেন।

আজ শনিবার সকালে সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মুনতাজ আলী যশোর জেলার তেজরোল এলাকার আলী আহমদের ছেলে।

আরও পড়ুন

স্থানীয়রা জানায়, সকালে সদরপুরের চন্দ্রপাড়া থেকে ছেড়ে আসা যশোরগামী একটি রিজার্ভ বাস (ঢাকা মেট্রো-জ-১১-০৭২৪) বাখুন্ডা সেতু পেরিয়ে ঢালু পথে নামার সময় ব্রেক ফেল করে। এ সময় বাসের যাত্রীদের মধ্যে মুনতাজসহ একাধিক ব্যক্তি ঝুঁকি নিয়ে বাস থেকে বের হওয়ার জন্য লাফ দেয়। তবে মুনতাজ বাসের সামনের দরজা দিয়ে লাফ দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এদিকে বাসটি ঘটনাস্থল থেকে কিছুটা সামনে গিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি ইজিবাইককে ধাক্কা দিলে বাইকের যাত্রীরা আহত হন এবং গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয় জনতা চালকসহ বাসটিকে আটক করে পুলিশে দেয়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, ‘বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিআর ভোটের জন্য কেউ জুলাইয়ে জীবন দেয়নি: মেজর হাফিজ

সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে শতাধিক পরিবার

জাতিসংঘে মানবাধিকার সম্মেলনে যোগ দিয়ে ইতিহাস গড়লেন স্বপ্নীল সজীব

নিজামীর অপরাধ এদেশে ইসলাম কায়েম করতে চেয়েছিলেন : এটিএম আজাহারুল ইসলাম

ছাত্রদল-এনসিপির সমাবেশ ঘিরে যান চলাচলে ডিএমপির নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের পদ্মা নদী থেকে দুই বাংলাদেশীর মরদেহ উদ্ধার