সিরাজগঞ্জের রায়গঞ্জে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছে শতাধিক পরিবার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনা বাজারের পূর্ব পাড়ায় বৃষ্টির পানি জমে পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ পোহাচ্ছে শতাধিক পরিবার। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা বাজারের পূর্ব পাড়া গ্রামে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সমস্যা রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় আর সংস্কারের অভাবে সামান্য বৃষ্টিতেই ডুবে যায় পুরো এলাকা।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, বৃষ্টির কারণে প্রায় সময় পানিবন্দি অবস্থায় জীবনযাপন করতে হয় আমাদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা বন্ধ থাকায় জমে থাকা পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। এতে করে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। অল্প বৃষ্টিতেই বাড়ির আশপাশে পানি উঠে যায়।
রান্নাবান্না, চলাফেরা, সব কিছুই অসম্ভব হয়ে পড়ে। আমাদের এলাকায় পানি নিস্কাশনের জন্য একটি কালবার্ট ছিলো। বর্তমানে কালবার্টটির মুখ বন্ধ হয়ে গেছে। যে কারণে জমে থাকা পানি বের হচ্ছে না। এতে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে এ সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে এবং জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
আরও পড়ুনএ বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অবগত করা হলেও কোন ব্যবস্থা গ্রহণ করে নি কেউ। স্থানীয় ভূূক্তভোগী বাসিন্দারা আরো জানান, পানিবন্দি অবস্থায় দিনের পর দিন এভাবে বসবাস করায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। ডায়রিয়া, চর্মরোগ, পেটের পীড়া ইত্যাদি রোগে আক্রান্ত হওয়ার হার দিন দিন বেড়েই চলেছে।
এব্যাপারে চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান বলেন, উক্ত সমস্যাটি সমাধানের জন্য ইউএনও স্যারের সাথে কথা বলে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ুন কবির জানান, দ্রুতই ওই বিষয়টি নিয়ে কি ভাবে জলাবদ্ধতা নিরসন করা যায়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন