বগুড়ার শেরপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সৌরভ আহম্মেদ (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে উপজেলার কুসুম্বী ইউনিনের আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার কুসুম্বী ইউনিয়নের আকরামপুর গ্রামের আজগর আলীর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
এ সময় তার নিকট থেকে ২০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করার পাশাপাশি তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, গ্রেফতারকৃত সৌরভের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন
মন্তব্য করুন