আজ মাছরাঙ্গায় গান শোনাবেন ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক : মাছরাঙা টেলিভিশনের বৈঠকী গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’। আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে এর ৬০০তম পর্ব। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ছয়শ পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের বৈঠকী গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাবো’।
আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচারিত হবে এর ৬০০তম পর্ব। বিশেষ এই পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। দুই ঘণ্টা ব্যাপ্তির সরাসরি এ অনুষ্ঠানে নিজের পছন্দের গানের পাশাপাশি দর্শকদের অনুরোধে বেশ কিছু গান শোনাবেন তিনি। মাছরাঙা টেলিভিশনের পথচলার শুরু থেকে প্রচারিত এ অনুষ্ঠান দর্শকদের কাছে বিশেষভাবে সমাদৃত। শিল্পী, কলাকুশলীসহ সংগীতানুরাগী মানুষদের কাছে আলাদা কদর তৈরি করেছে অনুষ্ঠানটি। আধুনিক, ফোক, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীতসহ বিভিন্ন ধারার শীর্ষ জনপ্রিয় শিল্পীরা এ অনুষ্ঠানে গান পরিবেশন করেন। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।
আরও পড়ুন৬০০তম পর্বের অতিথি ফাহমিদা নবী বলেন, ‘আগেও বেশ কয়েকবার এ অনুষ্ঠানে গান করেছি আমি। এবার এই বিশেষ পর্বে আমন্ত্রণ পেয়ে আনন্দিত বোধ করছি। আশা করি গানে গানে দর্শক-শ্রোতাদের মন ভরাতে পারবো। সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইলো। আয়োজনের দিক থেকে এটি ভিন্নমাত্রার একটি অনুষ্ঠান। দেশের গুণী শিল্পীরা এখানে গান করেন। আমি নিয়মিত অনুষ্ঠানটি দেখার চেষ্টা করি। এ ধরণের অনুষ্ঠান সবসময় হওয়া উচিত।’
মন্তব্য করুন